জম্পুইজলা মহকুমার বুখুরুই কমিউনিটি হলে সম্প্রতি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার উপর সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । জম্পুইজলা মহকুমা প্রশাসন ও খাদ্য , জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় । শিবিরের উদ্বোধন করেন বিধায়ক তথা জম্পুইজলা বিএসি’র চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা । অনুষ্ঠানে জম্পুইজলার মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা জানান , সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থ বছরের জুন মাস পর্যন্ত ন্যায্য মূল্য দোকানের মাধ্যমে প্রায়োরিটি গ্রুপ রেশনকার্ড ভুক্ত সুবিধাভোগীদের বিনামূল্যে মাথাপিছু ৫ কেজি করে চাল দেওয়া হবে । এছাড়াও গনবন্টন ব্যবস্থার নিয়ম নীতি বিস্তারিতভাবে আলোচনা করেন মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা । অনুষ্ঠানে ৫ জন সুবিধাভোগীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা ।



