Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যঅমরপুর ব্লকে ৬ টি বক্স কালভার্ট নির্মাণ

অমরপুর ব্লকে ৬ টি বক্স কালভার্ট নির্মাণ

অমরপুর গ্রামোন্নয়ন ডিভিশনের উদ্যোগে অমরপুর ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকায় এমজিএন রেগায় ৬ টি বক্স কালভার্ট নির্মাণের কাজ চলছে । তাতে ব্যয় হবে ১ কোটি ২৯ লক্ষ ৯৪ হাজার ১০১ টাকা । এছাড়া গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভোমরাছড়া ভিলেজের লেপড়া পাড়া থেকে নানুচন্দ্র পাড়া পর্যন্ত ব্রিক সোলিং রোড নির্মাণের কাজ চলছে । ব্যয় হবে ৩৭ লক্ষ ১৭ হাজার ৭৮৯ টাকা । পূর্ব সরবং ভিলেজে পিডব্লিউডি রাস্তা থেকে আশাচন্দ্র পাড়া জেবি স্কুল পর্যন্ত ব্রিক সোলিং রোড নির্মাণ করা হবে । জমির ক্ষয় রোধ করার জন্য খেদারনাল ভিলেজে একটি আরসিসি ওয়াল নির্মাণ করা হবে । ব্যয় হবে ২২ লক্ষ ১৪ হাজার ৬২২ টাকা । তাছাড়া মালবাসা ভিলেজের গাথিরাম পাড়ায় আরসিসি চেকড্যাম নির্মাণের কাজও চলছে । এতে ব্যয় হবে ২২ লক্ষ ৩২ হাজার ২৪৩ টাকা । অমরপুর ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য