গত অর্থবছরে কাঞ্চনপুর মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্যোগে দপ্তরের প্রকল্পে জম্পুইহিল ব্লকের মোট ২০ জন মৎস্যচাষীকে মাছ ধরার জন্য কনি জাল প্রদান করা হয়েছে । এরজন্য মোট ব্যয় হয়েছে ৪৪ হাজার টাকা । এরমধ্যে মনপুই ভিলেজে ২ জন , ভাংমুন ভিলেজে ২ জন , তুলাংসাং ভিলেজে ২ জন , সাবুয়াল ভিলেজে ৬ জন , কালাগাং ভিলেজে ৩ জন , লংগাইভ্যালি ভিলেজে ৩ জন এবং কনপুই ভিলেজে ২ জন মৎস্য চাষীকে ১ টি করে কনি জাল দেওয়া হয়েছে ।



