প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ প্রকল্পে গত অর্থবছরে পোয়াংবাড়ি ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েত ও ৩ টি এডিসি ভিলেজের ১ হাজার ৩৮৫ টি পরিবারকে পাকা গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে । প্রত্যেকটি পাকা গৃহ নির্মাণে ব্যয় হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে । অন্যদিকে এমজিএন রেগায় বর্তমান অর্থবছরে মোট ৮৭ টি গ্রামীণ রাস্তা নির্মাণ করা হচ্ছে । এতে ব্যয় হবে ৫ কোটি ২১ লক্ষ টাকা । রাস্তাগুলির নির্মাণ কাজ সম্পন্ন হলে গ্রামীণ এলাকার মানুষের চলাচলের পথ সুগম হবে । পোয়াংবাড়ি ব্লক থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



