পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাকক্ষে গত ৩০ এপ্রিল জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি সমরেশ বিশ্বাস । সভায় জলসম্পদ দপ্তরের ১ নং ডিভিশনের আধিকারিক জানান , জেলায় জলসেচের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে উত্তোলক সেচ প্রকল্প ও গভীর নলকূপ সেচ প্রকল্পে ১৯২ টি কর্মসূচি রূপায়ণের কাজ চলছে । প্রধামন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় ২০২১-২২ অর্থবছরে ১৪০ টি এস বি টি ডাব্লু স্কীমের মধ্যে ১৩ ১ টি খননের কাজ সম্পন্ন হয়েছে । কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক জানান , পশ্চিম জেলায় ২০২১২২ অর্থবছরে অতি বৃষ্টিতে যাদের ফসল নষ্ট হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সেই ক্ষতিগ্রস্থ কৃষকদের মোট ১৮ লক্ষ ১১ হাজার ২৫০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । খারিফ মরশুমে ২০২১-২২ অর্থবছরে মুখ্যমন্ত্রী ফসলবীমা যোজনায় পশ্চিম জেলায় বিভিন্ন কৃষি মহকুমায় মোট ২৮,৫৫৭ জন কৃষক বীমার আওতায় এসেছেন । এরফলে ৪১১৬.৫১ হেক্টর জমি বীমার আওতায় আনা হয়েছে । এছাড়া ২০২১-২২ অর্থবছরে রবি মরশুমে পশ্চিম জেলার মোট ৮,৩৩৫ জন কৃষক বীমার আওতায় এসেছেন এবং ১৩৩৩.৬ হেক্টর জমি বীমার আওতায় এসেছে । এরফলে মোট ৮৩,৮৬০ টাকা প্রিমিয়াম জমা পড়েছে । পশ্চিম জেলায় সহায়ক মূল্যে ১২৬১.৪৪২ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে । এতে ২ কোটি ৩৫ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ৮৭৮ জন কৃষক উপকৃত হয়েছেন । উদ্যান ও ভূমি সংরক্ষন দপ্তরের আধিকারিক জানান , মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২২-২৩ অর্থবছরে মোট ২৫,৪০৫ টি পরিবারকে পেঁপে , সুপারি , লেবু গাছের চারা এবং সবজি বীজ দেওয়া হবে । ২০২২-২৩ অর্থবছরে এমজিএন রেগা প্রকল্পে ১৫২ , ১০ হেক্টর জমিতে ড্রাগন , সুপারি , লেবু ও মোসাম্বী চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । এছাড়া মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পে ২০২২-২৩ অর্থবছরে ৬০ হেক্টর গাদা , ১৪ হেক্টর গ্ল্যাডিওলাস , ১৪ হেক্টর রজনীগন্ধা ও ৮.৪ হেক্টর গোলাপ ফুল চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । মৎস্য দপ্তরের আধিকারিক জানান , মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২১-২২ অর্থবছরে ৭,৮২৫ জন মৎস্যচাষীকে মাছের পোনা দেওয়া হয়েছে । ২০২২-২৩ অর্থবছরে ৫,৮৬৯ জন মৎস্যচাষীকে মৎস্যচাষে সহায়তা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । ২০২১-২২ অর্থবছরে ১৯২ টি প্রাণী স্বাস্থ্য শিবির , ৮৫৯ টি টিকাদান শিবির , ৩৫১ টি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব , সহকারী সভাধিপতি হরিদুলাল আচার্য সহ কমিটির অন্যান্য সদস্যগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন ।



