Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যউন্নয়নমূলক কাজে বাধা দুষ্কৃতিকারীদের

উন্নয়নমূলক কাজে বাধা দুষ্কৃতিকারীদের

উন্নয়নমূলক কাজে দুষ্কৃতিকারীদের বাঁধা। ফলে উন্নয়নের কাজ মাঝপথেই থমকে গেল,ঘটনা বড়োমুড়া এলাকায়। অভিযোগ মূলে খবরে জানা যায়,, বড়োমুড়ার খামপুই থেকে বি.পি নগর পর্যন্ত একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল। এই কাজের বরাত পায় তেলিয়ামুড়ার ঠিকেদার প্রফুল্ল দাস। কাজের বরাত পেয়ে ঠিকাদার ওই এলাকার রাস্তা নির্মাণের কাজ শুরু করেছিলেন। আচমকাই শনিবার কাজের স্থলে ৪০-৫০ জনের এক দুষ্কৃতিকারীর দল ড্রাইভার সহ বেশ কয়েকজন শ্রমিক’কে প্রচন্ডভাবে মারধোর করে। এতে ঘটনাস্থলে অনেক শ্রমিক আহত হয় এবং চিকিৎসার পরিসেবা দেওয়ার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তড়িঘড়ি। আবার অনেক আহত শ্রমিক নিজ নিজ বাড়িতেই পড়ে রয়েছে বিনা চিকিৎসায়। তবে দুষ্কৃতিকারীদের আচমকাই বাঁধা দানের ফলে রাস্তা নির্মাণের কাজ মাঝপথেই থমকে গেল। তবে একাংশ শ্রমিকদের অনুমান,, তিপ্রামথা নামক আঞ্চলিক দলের কর্মী সমর্থকরা এ কাজে জড়িত থাকতে পারে। তবে অসমর্থিত একটি সূত্রে জানা গেছে,, দুস্কৃতিকারীরা কাছে বেশ মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল। আর তাদের চাহিদা মতো অর্থ প্রদান না করায় শনিবারের এই অনভিপ্রেত ঘটনা। যদিও এ ব্যাপারে জম্পুইজলা থানাতে ঘটনা প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য