ঐতিহাসিক মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় তেলিয়ামুড়াতেও বিভিন্ন ইটভাটা গুলোতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে শিশু-শ্রমিকদের সন্ধান পাওয়া গেল। আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে অনেকটা বেমানানের মতো শিশুশ্রম। বর্তমানে ভারতবর্ষে শিশুশ্রম দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হলেও একাংশ সত্যান্বেষী অতি লোভী ব্যাবসায়ীরা নিজের ব্যাবসা অতি মুনাফা লাভের জন্য প্রাপ্তবয়স্ক শ্রমিকদের পাশাপাশি শিশু শ্রমিকদের কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছে। যা অনেকটা অপরাধ বলেই বিবেচিত হয় ভারতীয় আইনে। যদিও একাংশ ব্যাবসায়ীরা অফ ক্যামেরায় পরোক্ষভাবে জানিয়েছেন, আমাদের এখানে কোনো শিশু শ্রমিক নেই, যারা শিশুরা আছে তারা অভিভাবকদের সঙ্গে কর্মস্থলে এসে খেলার ছলে একটু-আধটু কাজ করে থাকে। তবে, বহিঃ রাজ্যের শ্রমিকদের ক্ষেত্রে এমনটা প্রত্যক্ষ করা গেল। শৈশবকালে শিশুরা স্কুলে গিয়ে পাঠ্যপুস্তক অধ্যায়ন করার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না তাদের দারিদ্রতার কারণে। দারিদ্রতার কাছে যেন শিক্ষা মাথানত করছে। তবে আন্তর্জাতিক মে দিবসের দিনে ও তেলিয়ামুড়া বিভিন্ন ইটভাটা গুলোতে শিশুশ্রমিকদের বেশ উপস্থিতি প্রত্যক্ষ করা গেল।



