Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যরেশন সামগ্রী বন্টনে কারচুপির অভিযোগ সরকারি ন্যায্যমূল্য দোকানের বিরুদ্ধে

রেশন সামগ্রী বন্টনে কারচুপির অভিযোগ সরকারি ন্যায্যমূল্য দোকানের বিরুদ্ধে

সরকারি ন্যায্য মূল্যের দোকানে রেশন ভোক্তাদের মধ্যে রেশন সামগ্রী তথা চাল, ডাল, চিনি সহ আটা বন্টনের ক্ষেত্রে মাপে কারচুপির অভিযোগে পুলিশ থানায় তুলে নিয়ে গেল রেশন ডিলারকে। অভিযোগ তেলিয়ামুড়া মহাকুমার খাদ্য দপ্তরের অধীনে তেলিয়ামুড়া ১৯ বাইশ ঘড়িয়া রেশন দোকানের ডিলার এর বিরুদ্ধে। সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের অধীন বাইশ ঘরিয়া তেলিয়ামুড়া-১৯ নং রেশন শপের আওতাধীন তিনশো কুড়িটি রেশন কার্ড হোল্ডার রয়েছে। এই রেশন দোকানে রেশন ডিলারের দায়িত্বে রয়েছে দিলীপ দেবনাথ। শনিবার সকালে ৫০ থেকে ৬৯ জন রেশন সুবিধাভোগীরা রেশনের দোকানে চাল, ডাল ও চিনি নিতে আসে। এলাকাবাসীর অভিযোগ শনিবার সকালে ওই রেশন দোকানের আওতাধীন রেশন কার্ড হোল্ডাররা রেশন দোকানে আসে রেশন সামগ্রী তোলার জন্য। রেশন ভোক্তাদের অভিযোগ যেই ইলেকট্রনিক মাপ যন্ত্রে রেশন সামগ্রী মেপে দেওয়া হচ্ছে তাতে কারচুপি করছে রেশন দোকানের ডিলার দিলীপ দেবনাথ। প্রতি ৫০ কেজি চালে সাড়ে তিন কেজি চাল কম দেওয়া হচ্ছে। ওই রেশন দোকানের কয়েকজন রেশন কার্ড হোল্ডার রেশন সামগ্রী তথা চাল ডাল এবং চিনি সংগ্রহ করে। পরে ওই রেশন দোকানের রেশন কার্ড হোল্ডাররা অন্য মাপ যন্ত্রের মেপে দেখতে পায় রেশন দোকান থেকে যে চাল ডাল এবং চিনি বন্টন করা হয়েছে প্রতি কেজিতে কম রয়েছে। পরে এলাকাবাসীরা এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে রেশন দোকানে গিয়ে ভিড় জমাতে থাকে। এবং রেশন ডিলার রেশন ভোক্তাদের ক্ষোভের মুখে পরে সেখান থেকে চম্পট দেয়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। রেশন ভোক্তাদের অভিযোগ মূলে রেশন ডিলার তথা দিলীপ দেবনাথকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। এদিকে এই রেশন শপের রেশন হোল্ডাররা অভিযোগ করে জানান, প্রতি কেজিতে ১২০ গ্রাম চাল, ডাল, চিনি কম দেওয়া হচ্ছে। তারা আরো জানায় বিগত কয়েক বছর ধরে এমন ভাবে চলছে রেশন শপের ডিলারের এই কারচুপি। আজ শনিবার এলাকাবাসীদের তথা কার্ড হোল্ডারদের সন্দেহ হয় দিলীপ দেবনাথ রেশন সামগ্রী বন্টনের ক্ষেত্রে কারচুপি করছে।
এদিকে তেলিয়ামুড়া মহকুমা আইনি পরিমাপ দপ্তরের এক রিপেয়ারিং কর্মী তথা বিমল পাল জানান, চলতি মাসের ২৮ তারিখে এর দপ্তর থেকে ইলেকট্রনিক্স মাপ যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করে নিয়েছিল। দপ্তর থেকে ইলেকট্রনিক মাপ যন্ত্র সঠিক রয়েছে বলে জানিয়ে দেয়। এদিকে তেলিয়ামুড়া ১৯ রেশন শপের ডিলার তথা দিলীপ দেবনাথ জানান, দিলীপ দেবনাথের কারচুপির অভিযোগ সত্য বলে স্বীকার করেছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য