সভা নলছড় ব্লকের দুর্লভনারায়ণ কমিউনিটি হলে গত ২৮ এপ্রিল বিশ্ব ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বিধায়ক সুভাষ দাস প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন । অনুষ্ঠানে বিধায়ক শ্রীদাস বিশ্ব ভোক্তা দিবসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন । পাশাপাশি ভোক্তাদের অধিকার সম্পর্কে সকলকে সুরক্ষিত এবং সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী কিশোর বর্মণ ও নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব দুর্লভনারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীনা দাস । স্বাগত বক্তব্য রাখেন সোনামুড়া মহকুমা শাসক রতন ভৌমিক । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী , ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া ও সমাজসেবী বিশ্বজিৎ দাস । অনুষ্ঠানে দুর্লভনারায়ণ এলাকার ১২ টি পরিবারকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ৫ কেজি করে চালের প্যাকেট দেওয়া হয়েছে । সোনামুড়া মহকুমা প্রশাসন এবং খাদ্য , জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে এই সচেতনামূলক সভার আয়োজন করা হয় ।



