ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির আর্থিক সহযোগিতায় সরবং , অমরপুর ও কাসকো বাজার কমিউনিটি হলে নারী নির্যাতন প্রতিরোধ এবং এইচ আই ভি / এইডস’র উপর এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় । শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী , সদস্যা ডালিয়া সিংহ , মৌসুমী দাস এবং আতি জামাতিয়া । শিবিরে অতিথিগণ নারী নির্যাতন ও এইডস’র উপর সচেতনতামূলক আলোচনায় অংশ নেন । তাছাড়াও বক্তব্য রাখেন আই সি ডি এস সুপারভাইজার দীপেন দাস । ত্রিপুরা মহিলা কমিশন থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



