প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনায় গত অর্থবছরে রূপাইছড়ি ব্লকে ২,৮৮২ জন কৃষককে ৩ টি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়েছে । সুবিধাভোগী কৃষকদের একাউন্টের মোট ৬০০০ টাকা দেওয়া হয় । তাছাড়াও ব্লকে কিষান ক্রেডিট কার্ড পেয়েছেন ৬ ১২ জন কৃষক । রূপাইছড়ি কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



