Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যজল জীবন মিশন পশ্চিম ত্রিপুরা জেলার ৮৫ টি এডিসি ভিলেজে ২০,৯৬৮ টি...

জল জীবন মিশন পশ্চিম ত্রিপুরা জেলার ৮৫ টি এডিসি ভিলেজে ২০,৯৬৮ টি পরিবারকে পানীয়জলের সংযোগ

জল জীবন মিশনে পশ্চিম ত্রিপুরা জেলায় ৭ টি ব্লকের ৮৫ টি এডিসি ভিলেজে এখন পর্যন্ত ২০ হাজার ৯৬৮ টি পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে । এই মিশনে জেলার বেলবাড়ি ব্লকে ১৫ টি এডিসি ভিলেজে ৪,২২৮ টি , হেজামারা ব্লকে ২১ টি ভিলেজে ৪,৮৯৪ টি , লেফুঙ্গা ব্লকে ১০ টি ভিলেজে ২,৮৫৬ টি , মান্দাই ব্লকে ২৬ টি ভিলেজে ৫,৪১৬ টি , ডুকলি ব্লকে ৩ টি ভিলেজে ১,১৫৩ টি , জিরানীয়া ব্লকে ৬ টি ভিলেজে ১,৫৪৫ টি এবং পুরাতন আগরতলা ব্লকের ৪ টি ভিলেজে ৮৭৬ টি পরিবারে পাইপ লাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে । আরও ২০ হাজার ৫৬ টি পরিবারে পাইপ লাইনে পানীয় জলের সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে । পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য