গ্রীষ্মের তপ্ত গরমের রসালো ফল তরমুজ। গরমের রসালো ফল তরমুজের তেলিয়ামুড়া বাজারে ব্যাপক পরিমাণে লক্ষ্য করা গেলেও তেলিয়ামুড়া বাজারে তরমুজের চাহিদা ক্রেতাদের মধ্যে সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। ফলে মাথায় হাত তেলিয়ামুড়া বাজারের তরমুজ বিক্রেতাদের মধ্যে। এই বছর তরমুজের ব্যাপক যোগান হয়েছে বলে জানান একজন বিক্রেতা। তার পাশাপাশি তিনি আরো জানান এই বছর তেলিয়ামুড়া বাজারে ক্রেতাদের মধ্যে তরমুজের সেরকম চাহিদা নেই ফলে প্রায় প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন। তবে গত বছরের তুলনায় এই বছর তরমুজের চাহিদা অনেকটাই হ্রাস পেয়েছে বাজারে। অন্যদিকে দোকানিরা তরমুজের দোকান সাজিয়ে রাখলেও ক্রেতার দেখা মিলছে না। এর কারণে তরমুজ চাষী থেকে শুরু করে ব্যবসায়ীদের মাথায় হাত। এবং চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তেলিয়ামুড়া বাজারে তরমুজ ৪০ থেকে ৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। মূলত গত বছর থেকে এই বছর অনেক কম দামে বিক্রি হচ্ছে বলে দাবি তরমুজ বিক্রেতাদের। এই গরমকালে একটি প্রধান রসালো ফল হিসেবে পরিচিত এই তরমুজ। প্রতিবছর এই সময় রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে তরমুজের চাহিদা প্রচন্ড পরিমানে লক্ষ্য করা যায়। কিন্তু এই বছর একটি ব্যতিক্রমী চিত্র ধরা পড়লো তেলিয়ামুড়া বাজার এলাকায়। ফলে তরমুজ ব্যবসায়ীরা এবছর তরমুজ বিক্রির করে লাভবান হতে পারবে না বলে ব্যবসায়ীদের অভিমত।।



