মৎস্য দপ্তরের উদ্যোগে কৈলাসহর মহকুমায় গত অর্থবছরে মোট ১৬৮ জন মৎস্যচাষীকে মাছ ধরার জন্য কণিজাল দেওয়া হয়েছে । প্রত্যেক মাছ চাষীকে ১ টি করে কণিজাল দেওয়া হয়েছে । কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের ৯০ জন এবং চন্ডীপুর ব্লকের ৭৮ জন মৎস্যচাষীকে কণিজাল দেওয়া হয়েছে । এতে মোট ব্যয় হয়েছে ৩ লক্ষ ৬৯ হাজার ৬০০ টাকা । তাছাড়া মহকুমায় গত অর্থবছরে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় মহকুমার ২১ টি গ্রাম পঞ্চায়েত ও ৪ টি এডিসি ভিলেজের ৩ হাজার ৬৭৮ টি সুবিধাভোগী পরিবারকে ৫০০ টি করে মিশ্র মাছের পোনা দেওয়া হয়েছে । প্রত্যেক সুবিধাভোগীকে এই প্রকল্পের মাধ্যমে ১ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে । কৈলাসহর মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয়ের মৎস্য আধিকারিক অঞ্জন দাস এই সংবাদ জানিয়েছেন ।



