অমরপুরে ২২ জন দিব্যাঙ্গজনকে চলন সামগ্রী দেওয়া হয়েছে । অমরপুরের নুতন টাউন হলে গত ২৬ এপ্রিল ব্লক ভিত্তিক স্বাস্থ্যমেলার অনুষ্ঠানে দিব্যাঙ্গজনদের হাতে এই চলন সামগ্রীগুলি তুলে দেন বিধায়ক রঞ্জিত দাস । উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ রায় ও অমরপুর বিএসি’র চেয়ারম্যান সুমন্ত রিয়াং । সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে এই চলন সামগ্রীগুলি দেওয়া হয়েছে ।