প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ প্রকল্পে দশদা ব্লকের কাংরাই এডিসি ভিলেজে গত অর্থবছরে ১১৯ টি পরিবারকে পাকা গৃহ নির্মাণের মঞ্জুরি দেওয়া হয়েছে । তাছাড়াও ব্লকের খুমপুই এডিসি ভিলেজের ৫১ টি পরিবারকে পাকা গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে । প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে । দশদা ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।