কাঞ্চনপুর মহকুমার জম্পুইহিল ব্লকে ৯ জন সুবিধাভোগীকে গলদা চিংড়ি চাষে সহায়তা দেওয়া হয়েছে । এই কর্মসূচিতে প্রত্যেক মৎস্যচাষীকে ৮০০ টি করে গলদা চিংড়ির পোনা এবং ১৬০০ টি করে বিভিন্ন জাতের মাছের পোনা দেওয়া হয়েছে । তাছাড়াও গলদা চিংড়ি ও অন্যান্য মাছ চাষে প্রয়োজনীয় সামগ্রী ও খাদ্য দেওয়া হয় । এই কর্মসূচি রূপায়ণে ব্যয় হয়েছে ১ লক্ষ ৮ হাজার টাকা । এই কর্মসূচিতে ব্লকের মনপুই ভিলেজে ১ জন , ভাংমুন ভিলেজে ২ জন , তুাঙসাং ভিলেজে ১ জন , সাবুয়াল ভিলেজে ৩ জন , কালাগাঙ ভিলেজে ১ জন ও লঙ্গাইভ্যালী ভিলেজের ১ জন মৎস্যচাষী উপকৃত হয়েছেন । কাঞ্চনপুর মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।