সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পে চলতি অর্থবছরে দশদা ব্লকের পূর্বভান্ডারিমা ভিলেজের শান্তিপুর জেবি স্কুলে মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস হল নির্মাণ করা হবে । এরজন্য ব্যয় ধরা হয়েছে ৩৯ লক্ষ ৯৯ হাজার টাকা । তাছাড়া এই প্রকল্পে চলতি অর্থবছরে জম্পুইহিল ব্লকের খাতলাং ভিলেজে কমিউনিটি হল নির্মাণ করা হবে । এজন্য ব্যয় হবে ২০ লক্ষ টাকা । কাঞ্চনপুর আর ডি ডিভিশন কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।