আরও একটা ন্যক্কারজনক ধর্ষণের ঘটনা সামনে এলো। ঘটনা কল্যাণপুর থানাধীন প্রত্যন্ত তুলাবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ঐ তের বছরের নাবালিকা স্কুলপড়ুয়া কন্যা স্কুল থেকে বাড়ি ফেরার পথে গত ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বিকেল নাগাদ ধর্ষিতা হয়। জানা গেছে সে যখন নির্জন পথ ধরে স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছিল তখন এলাকার মৃত হাজারী দেববর্মার ছেলে পরিমল দেববর্মা(৩১) তাকে জোর করে টেনে হিঁচড়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে পাশবিকতা চরিতার্থ করে। এরপর এই ঘটনা কাউকে জানানো হলে পরিণাম ভয়াবহ হবে বলে পরিমল দেববর্মা ধর্ষিতাকে হুমকি দেয় বলে অভিযোগ। এছাড়া এই ঘটনা জানাজানি হলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে ধর্ষিতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় এর ফলে ধর্ষণের শিকার হওয়া স্কুলছাত্রী বাড়ির কাউকে বা অন্যদেরকে ঘটনাটি জানায় নি ।কিন্তু গতকাল সে এই বিষয়টা সম্পর্কে তার বাড়ির মানুষকে অবগত করলে অভিযুক্ত পরিমল দেববর্মার বিরুদ্ধে কল্যাণপুর থানায় গত কাল অর্থাৎ 26/ 4 /2022 ইংরেজি রাত্রিতে ধর্ষণের মামলা রুজু করা হয়।
মামলার নম্বর ১৮/২০২২ আন্ডার সেকশন ৩৪২,৩৭৬(২) আইপিসি, সেকশন ৪( পকসো আইন) মামলা হতে নিয়ে পুলিশ বারকয়েক অভিযুক্তকে পাকড়াও করার জন্য অভিযান সংগঠিত করলেও শেষ সংবাদ পর্যন্ত অভিযুক্তকে জালে তুলতে পারেনি । এই ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমকে অবগত করতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়া জানিয়েছেন অবিলম্বে অভিযুক্তকে জালে তুলতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে কল্যাণপুর থানার পুলিশ। তিনি আশাবাদী অবিলম্বে অভিযুক্তকে জালে তোলা যাবে ।ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার হচ্ছেন কল্যাণপুর থানার এস আই বিশ্বজিৎ দাস। জনজাতি এলাকার স্কুলপড়ুয়া নাবালিকার ধর্ষণের খবর চাউর হতেই সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।



