কাঞ্চনপুর মহকুমার লালজুরি ব্লকে বনাধিকার আইনে পাট্টা প্রাপ্ত ৫০ টি সুবিধাভোগী পরিবারকে মৎস্য চাষে সহায়তা দেওয়া হয়েছে । এই কর্মসূচিতে প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে ১,৬৪০ টি করে বিভিন্ন জাতের মাছের পোনা এবং মাছ চাষের জন্য বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে । এতে প্রত্যেক সুবিধাভোগী পিছু ব্যয় হয়েছে ৭,২০০ টাকা । কাঞ্চনপুর মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



