হেজামারা ব্লকের সোনারাম এডিসি ভিলেজে গত অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ প্রকল্পে ১৮০ টি পরিবারকে পাকা গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে । প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা । তাছাড়া ভিলেজ এলাকায় গত অর্থবছরে এমজিএন রেগায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রুপায়িত হয়েছে । এরমধ্যে রয়েছে পুকুর খনন ও পুকুর সংস্কার , কৃষি জমি সমতলকরণ , নতুন রাস্তা নির্মাণ , পুরাতন রাস্তা সংস্কার এবং জলসেচের উৎস সৃষ্টি । এই সমস্ত কর্মসূচি রূপায়ণে ব্যয় হয়েছে ৬৯ লক্ষ ১০ হাজার ৭৪৭ টাকা । শ্রমদিবস সৃষ্টি হয়েছে ৩১ হাজার ৩৭৭ টি । এতে উপকৃত হয়েছেন ৪৩০ টি পরিবার । সোনারাম ভিলেজ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



