Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যরেলে কাটা পরে মৃত্যু এক জুমিয়ার, ঘটনা আমবাসা ও মুঙ্গিয়াকামী -র মধ্যবর্তী...

রেলে কাটা পরে মৃত্যু এক জুমিয়ার, ঘটনা আমবাসা ও মুঙ্গিয়াকামী -র মধ্যবর্তী স্বপ্না বাড়ি এলাকায়

রেলে কাটা পরে মৃত্যু হল এক জুমিয়ার । মৃত জুমিয়ার নাম জ্যোতিষ ত্রিপুরা। ঘটনা আমবাসা ও মুঙ্গিয়াকামী -র মধ্যবর্তী স্বপ্না বাড়ি এলাকায়। ঘটনাস্থলে আসেন রেল পুলিশ এবং মুঙ্গিয়াকামি থানায় পুলিশ।জানা যায়, ত্রিপুরাবস্তি এলাকার বাসিন্দা পেশায় জুমিয়া জ্যোতিষ ত্রিপুরা (২৮) সোমবার সকাল নাগাদ জুম ক্ষেতে চাষের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোয়। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর‌ও বাড়ি না ফেরায় জ্যোতিষ ত্রিপুরার স্ত্রী গতকাল রাত থেকেই তাঁকে খুঁজতে বেরোয়। পরবর্তীতে পরিবারের লোকজন মঙ্গলবার সকাল নাগাদ প্রত্যক্ষ করতে পারে মুঙ্গিয়াকামি রেলস্টেশন এবং আমবাসার মধ্যবর্তী স্বপ্না বাড়ি এলাকায় রেল রাস্তার পাশে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে জ্যোতিষের মৃতদেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশ এবং মুঙ্গিয়াকামী থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে রেল পুলিশের তরফ থেকে জানানো হয়, হয়তো রাতের অন্ধকারে কোনো যাত্রীবাহী কিংবা পণ্যবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় জ্যোতিষ ত্রিপুরার। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, হয়তো গতকাল রাতের অন্ধকারে কোনো মালবাহী রেল গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে জ্যোতিষের। জুমিয়া জ্যোতিষ ত্রিপুরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য