এমজিএন রেগায় ধলাই জেলার ৮ টি ব্লকে গত অর্থবছরে ৮৫ লক্ষ ৯০ হাজার ৬৩৬ শ্রমদিবসের সৃষ্টি হয়েছে । বিভিন্ন উন্নয়নমূলক কাজে এজন্য মোট ব্যয় হয়েছে ১৮২ কোটি ১২ লক্ষ ২১ হাজার ৮৩২ টাকা । এই প্রকল্পে জেলায় গড়ে ১০০.১৪ শ্রমদিবসের কাজ হয়েছে । এতে ধলাই জেলার ৮৫ হাজার ৭৮৯ টি পরিবারের ১ লক্ষ ৩২ হাজার ১৯৬ জন কাজ পেয়েছেন । ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



