Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্য২৭ শে এপ্রিল থেকে ৭ ই মে ২০২২ পর্যন্ত অক্ষয় তৃতীয়া উপলক্ষে...

২৭ শে এপ্রিল থেকে ৭ ই মে ২০২২ পর্যন্ত অক্ষয় তৃতীয়া উপলক্ষে চলবে নানা অফার রাধাকৃষ্ণ জুয়েলারীতে

শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে রাধাকৃষ্ণ জুয়েলারী নিয়ে এসেছে নানা ধরনের অফার। এই অফার চলবে আগামী ২৭ শে এপ্রিল থেকে ৭ ই মে ২০২২ পর্যন্ত। রাধাকৃষ্ণ জুয়েলারীর প্রতিটি শোরুমে থাকছে বিভিন্ন অফার ও উপহার । ১ ) হীরের গয়নার মজুরীতে ১০০ শতাংশ ছাড় ২ ) সার মজুরীতে ২৬ শতাংশ ছাড় ৩ ) পরীক্ষিত গ্রহরত্নে ও রূপোর গয়নার মজুরীতে ১৫ শতাংশ ছাড় ৪ ) প্রতিদিন লাকি – ড্রর মাধ্যমে ৩ জন ভাগ্যশালী বিজেতা পেয়ে যাবেন এটি সোনার কয়েন । ( 4 ) মেগা লাকি ড্র’র মাধ্যমে ২ জন ভাগ্যশালী বিজেতা পেয়ে যাবেন ২ টি সোনার নেকলেস । ৬ ) প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার । তাছাড়া এবারের অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে ক্রেতা সাধারনের জন্য রাধাকৃষ্ণ জুয়েলারী নিয়ে এসেছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা কারিগরদের এক্সক্লুসিভ কালেকশন । যেমন – ঝালকাটা জুয়েলারী , – মুম্বাই জুয়েলারী , জয়পুর জুয়েলারী , তার্কি জুয়েলারী , মর্ডান লাইফস্টাইল জুয়েলারী এবং হালকা গয়নার বিশাল সম্ভার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য