মুখ্যমন্ত্রীর সরাকরি বাসভবনে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুরাধা পাড়োয়াল এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন । সাক্ষাতকারের সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সঙ্গীত শিল্পী অনুরাধা পাড়োয়ালকে রাজ্যের বাঁশের তৈরী স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন । সাক্ষাতকারের সময় উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ।



