Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপশ্চিম এস পি কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাস্থ্য শিবির

পশ্চিম এস পি কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাস্থ্য শিবির

আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন আনন্দনগর উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে পশ্চিম এস পি কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৯ এপ্রিল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে এলাকার মোট ২৫ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় । এই শিবিরে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরিষেবা প্রদানের পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা করানো , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ করানো , গর্ভবতী মায়েদের হাসপাতালে প্রসব করানো , আরবিএসকে , জেএসএসকে ও জেএসওয়াই প্রকল্পের সুবিধা লাভ করা , যক্ষ্মারোগ , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন ও সকলকে পরামর্শ প্রদান করেন । এই অনুষ্ঠানে কমিউনিটি হেলথ অফিসার অনুজা ঘোষ ( দাস ) এলাকার আশাকর্মী সোমা দেবনাথ ও অঙ্গনওয়াড়িকর্মী অঞ্জনা অধিকারী উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য