আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন আনন্দনগর উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে পশ্চিম এস পি কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৯ এপ্রিল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে এলাকার মোট ২৫ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় । এই শিবিরে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরিষেবা প্রদানের পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা করানো , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ করানো , গর্ভবতী মায়েদের হাসপাতালে প্রসব করানো , আরবিএসকে , জেএসএসকে ও জেএসওয়াই প্রকল্পের সুবিধা লাভ করা , যক্ষ্মারোগ , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন ও সকলকে পরামর্শ প্রদান করেন । এই অনুষ্ঠানে কমিউনিটি হেলথ অফিসার অনুজা ঘোষ ( দাস ) এলাকার আশাকর্মী সোমা দেবনাথ ও অঙ্গনওয়াড়িকর্মী অঞ্জনা অধিকারী উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



