Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যদেবীপুর শূকর প্রজনন খামারে সোয়াইন ফিভার রোগের প্রাদুর্ভাব

দেবীপুর শূকর প্রজনন খামারে সোয়াইন ফিভার রোগের প্রাদুর্ভাব

রোগ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ সম্প্রতি রাজ্যের সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার দেবীপুর শূকর প্রজনন খামারে শূকরের মধ্যে আফ্রিকান সোয়াইন ফিভার রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে । প্রাণীসম্পদ বিকাশ দপ্তর অত্যন্ত দ্রুত এই রোগ নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে । ২০২১ সালের সেপ্টেম্বর মাসে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার শূকর প্রজন্ন খামারে ত্রিপুরাতে প্রথমবার এই রোগ সনাক্ত হয়েছিলো এবং দপ্তর অত্যন্ত দ্রুততার সাথে এই রোগ নিয়ন্ত্রণ করেছে । আফ্রিকান সোয়াইন ফিভার এবং সোয়াইন ফ্লু রোগ সম্পূর্ণভাবে আলাদা এবং কোনোভাবেই একে অপরের সাথে সম্পর্কিত রোগ নয় । কোনো কোনো মহল থেকে এই রোগটিকে সোয়াইন ফ্লু বলা হচ্ছে , যা সঠিক নয় । আফ্রিকান সোয়াইন ফিভার কোনো ভাবেই মানুষে সংক্রমিত হয় না । শূকরের মাংস ভালোভাবে সিদ্ধ করে খাওয়া মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ । অযথা আতঙ্কিত না হতে এবং গুজবে বিভ্রান্ত না হতে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডি কে চাকমা সবার প্রতি আহ্বান জানিয়েছেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য