Thursday, October 17, 2024
বাড়িখবররাজ্যপেঁচারখলে কুমারঘাট কৃষি মহকুমার উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসব এ সমাজকল্যাণ মন্ত্রী...

পেঁচারখলে কুমারঘাট কৃষি মহকুমার উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসব এ সমাজকল্যাণ মন্ত্রী বললেন কৃষি ও কৃষককে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে গত ২০ এপ্রিল পেঁচারথল ব্লকের কমিউনিটি হলে কুমারঘাট কৃষি মহকুমার উদ্যোগে ‘ আজাদি কা অমৃত মহোৎসব ’ উদযাপিত হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা , নগরোন্নয়ন মন্ত্রী সান্ত্বনা চাকমা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস । অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ওয়াটার শেড ডেভেলপমেন্ট কমিটির অন্তর্গত প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা ২.০ নিয়ে কৃষকদের সাথে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় । আজাদি কা অমৃত মহোৎসবের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন , আমাদের দেশ হলো কৃষি প্রধান । কৃষির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আমাদের দেশের অর্থনীতি । তাই কৃষি ও কৃষককে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয় । সেজন্য কৃষিক্ষেত্রকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে কেন্দ্রীয় ও রাজ্যের বর্তমান সরকার । কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার থেকে । এর থেকে সুবিধা নিতে প্রকল্পগুলি সম্পর্কে জানতে অনুরোধ করেছেন মন্ত্রী শ্রীমতি চাকমা । তিনি বলেন , জমি থেকে ভালো ফসল পেতে গেলে জমির উর্বরতা রক্ষার দিকে বেশি জোর দিতে হবে । এজন্য ভূমি ও জল সংরক্ষণের দিকে কৃষকদের গুরুত্ব দিতে হবে । এছাড়া মাটি পরীক্ষা করে জানতে হবে মাটিতে কোন ফসল করতে হবে । তবেই আসবে সাফল্য । অনুষ্ঠানে সভাধিপতি অমলেন্দু দাস বলেন , কৃষকদের আয় দ্বিগুণ করতে যে সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে তা সঠিকভাবে কৃষকের পরিবারে পৌঁছে দিতে হবে । এখন কৃষকরা সহজেই কৃষি সরঞ্জাম , উন্নত বীজ পেয়ে যাচ্ছেন । কৃষকদের জমি পরীক্ষা করার ব্যবস্থাও সহজেই করা হচ্ছে । সরকার সহায়ক মূল্যে ধান ক্রয় করছে । এতে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন । এটাই পরিবর্তন , এটাই প্রকৃত উন্নয়ন , যা আগে ভাবা যেতো না । অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের উপঅধিকর্তা ড . মলয় কান্তি রায় , পেঁচারথল ব্লকের অতিরিক্ত বিডিও নৃপেন্দ্র দেববর্মা , সমাজসেবী দেবাশীষ দাস । স্বাগত বক্তব্য রাখেন উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপঅধিকর্তা শ্রীনাথ বৈদ্য । সভাপতিত্ব করেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত হয় টেকনিক্যাল সেশন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য