Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যনিশ্চিন্তপুর রেল স্টেশনের কাজ পরিদর্শনে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী

নিশ্চিন্তপুর রেল স্টেশনের কাজ পরিদর্শনে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী

আগরতলা – আখাউড়া রেলওয়ে লিংক প্রোজেক্টের ভারতের দিকের কাজ এবছরের ডিসেম্বর মাস নাগাদ শেষ হয়ে যাবে । আজ সকালে এই প্রজেক্টের ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর রেল স্টেশনের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই প্রজেক্টের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ ব্যক্ত করেন । তিনি বলেন , এই রেল রুট চালু হয়ে গেলে ভারত – বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে । তাছাড়া এ রাজ্যের মানুষ বাংলাদেশের উপর দিয়ে ১৬ ঘন্টায় কলকাতা পৌছাতে পারবেন । ফলে মানুষের সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় হবে । এখন ট্রেনে লাগে প্রায় ৪৮ ঘন্টা । কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী জানান , প্রাথমিক পর্যায়ে যাত্রীবাহী ট্রেন মিটারগেজে এবং মালবাহী ট্রেন ব্রডগেজে চলাচল করবে । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও জানান , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সাল থেকে উত্তর – পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যের রাজধানীর সাথে নয়া দিল্লির সরাসরি রেলের মাধ্যমে যোগাযোগ স্থাপনের জন্য কাজ করে আসছেন । এই লক্ষ্যে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে । বাকি কাজ আগামী ২০২৪ এর মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে । তিনি আরও বলেন , রাজ্যের রেললাইন ডাবল লেনে উন্নীত করার ব্যাপারে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে তার কথা হয়েছে । তিনি এর যৌক্তিকতা স্বীকার করে এ প্রস্তাবকে রেল বোর্ডের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন । অচিরেই এ সম্পর্কিত সার্ভের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন । এদিন পরিদর্শনকালে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ভারত – বাংলাদেশের সীমান্ত বাহিনীর জওয়ানদের সাথেও মতবিনিময় করেন এবং সীমান্তের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন । পরিদর্শনকালে বিএসএফ , উত্তর পূর্ব সীমান্ত রেল ও রাজ্য পরিবহণ দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য