Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যড . আম্বেদকরের জীবন ও দর্শন নিয়ে আলোচনাচক্র

ড . আম্বেদকরের জীবন ও দর্শন নিয়ে আলোচনাচক্র

ভারতরত্ন ও সংবিধান প্রণেতা বাবাসাহেব ড . বি আর আম্বেদকরের ১৩২ তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে রাজ্যভিত্তিক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় । আলোচনাচক্রের বিষয় ছিল “ ড . আম্বেদকরের জীবন ও দর্শন ” । তপশিলী জাতি কল্যাণ দপ্তর ও পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন যৌথভাবে এই আলোচনাচক্রের আয়োজন করে । আলোচনাচক্রের মুখ্য আলোচকের ভাষণে নয়া দিল্লিস্থিত ন্যাশনাল সিডিউল কাস্টস ফিনান্স এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর রজনীশ কুমার জিনাউ সর্বপ্রথমে ড . আম্বেদকরের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন । তিনি বলেন , ড . আম্বেদকর সারাজীবন সমাজের পিছিয়ে পড়া , অস্পৃশ্য , অবহেলিত , বঞ্চিতদের জন্য লড়াই করে গেছেন । তিনি নারী – পুরুষে সমান অধিকার চেয়েছিলেন । স্কুল ও কর্মজীবনে অনেক অপমান , লাঞ্ছনা সহ্য করেও তিনি মেধার পরিচয় দিয়েছিলেন । পরে বরোদার মহারাজা গায়কোয়ার আর্থিক সহায়তায় লন্ডনে পড়াশুনা করেন । পরবর্তী সময় আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে দুটি পিএইচডি ডিগ্রী লাভ করেন । তাঁর লাইব্রেরিতে ৩০ হাজারের উপর বই ছিল । তিনি ছিলেন পন্ডিত , দার্শনিক ও রাজনীতিবিদ । আলোচনাচক্রে মুখ্য আলোচক শ্রী জিনাউ বলেন , ড . আম্বেদকর সকলের সমান অধিকার চেয়েছিলেন । তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্থাপন , মহিলা শিক্ষা , কৃষির সার্বিক উন্নয়ন প্রভৃতি বিষয়ে গুরুত্বারোপ করেছিলেন । তিনি বলেন , দেশের সার্বিক স্বার্থে ড . আম্বেদকর কৃষি ক্ষেত্রকে সরকারি মালিকানায় আনার অভিমত দিয়েছিলেন । তিনি উপস্থিত ছাত্র – ছাত্রীদের ড . আম্বেদকরের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান । তিনি বলেন , ড . আম্বেদকর বলতেন অধ্যয়নই আমার পুঁজি । আলোচনায় অংশ নিয়ে মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড . দীপান্বিতা চক্রবর্তী ড . আম্বেদকরকে আধুনিক ভারতের রূপকার হিসেবে আখ্যায়িত করেন । তিনি বলতেন , শিক্ষাই আনতে পারে সামাজিক দাসত্ব থেকে মুক্তি । এজন্য তিনি ১৯২৪ সালে হিতকারিনী সভা তৈরি করেন এবং সোলাপুর ও মহারাষ্ট্রে হোস্টেল গড়ে তোলেন । আলোচনায় অংশ নিয়ে খুমুলুঙ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড . নিত্যানন্দ দাস বলেন , ভারতের নিপীড়িত ও নির্যাতিতদের অগ্রদূত ছিলেন ড . আম্বেদকর । অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , বিধায়ক রেবতী মোহন দাস , কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেন্দ্র সিং , তপশিলী জাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র , অধিকর্তা সন্তোষ দাস , পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন , তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস ছাড়াও বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী , শিক্ষক – শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য