Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যজুয়ার ঠেকে পুলিশের হাতে আটক চার কুখ্যাত জুয়ারি, উদ্ধার ঝান্ডি মুন্ডা’ খেলার...

জুয়ার ঠেকে পুলিশের হাতে আটক চার কুখ্যাত জুয়ারি, উদ্ধার ঝান্ডি মুন্ডা’ খেলার সামগ্রী সহ নগদ টাকা

জুয়ার ঠেকে পুলিশ বাবুদের হানা। উদ্ধার ‘ঝান্ডি মুন্ডা’ খেলার সামগ্রী সহ নগদ টাকা। আটক চার কুখ্যাত জুয়ারি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায়। জানা যায়, বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর এলাকায় আয়োজিত হয় বৈশাখী মেলা। উক্ত মেলায় সাধারণ মানুষ -কে জুয়ার প্রতি আকৃষ্ট করে নিঃস্ব করতে প্রকাশ্যে দুঃসাহসিকতার পরিচয় দিয়ে মেলা প্রাঙ্গণে জুয়ার খেলার আসর সাজিয়ে বসে। আর এই জুয়া বাণিজ্যের খবর যায় তেলিয়ামুড়া থানায়। প্রাপ্ত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা জুয়া বিরোধী অভিযানের উদ্দেশ্যে মেলা প্রাঙ্গণে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়া খেলার সামগ্রী ফেলে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় জুয়ারি সহ জুয়া বাণিজ্যের মাস্টার মাইন্ডরা। যদিও দীর্ঘ দৌড়ঝাঁপের পর চার কুখ্যাত জুয়ারি -কে জালে তুলতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। সঙ্গে উদ্ধার হয় ‘ঝান্ডি মুন্ডা’ খেলার সামগ্রী সহ বেশ কিছু নগদ টাকা। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার এস.আই প্রীতম দত্ত জানান, আটক কৃত ঐ চার জুয়ারির বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য