তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লকের উতাবাড়ি স্কুল প্রাঙ্গণে গতকাল আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় । প্রদীপ জ্বেলে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোয়াই জেলা ও দায়রা জজ শংকরী দাস । উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া , ডিসিএম শর্বাণী রায় , জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির সাধারণ সম্পাদক নন্দিতা ভট্টাচার্য প্রমুখ । আইনি শিবিরের উদ্বোধন করে খোয়াই জেলা ও দায়রা জজ শংকরী দাস বলেন , ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি প্রতিষ্ঠার ২৫ তম বর্ষে জেলা আইন সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । নাগরিকদের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা এবং সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াই এই আইনি সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিগণও আইনি সচেতনতা শিবিরের গুরুত্ব নিয়ে আলোচনা করেন । শিবিরে অগ্নি নির্বাপক , বন , শিক্ষা , স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয় এবং উপস্থিত জনগণকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হয় ।



