৩৬ হাজার ৭৪৫ টি পরিবারকে পানীয় জলের সংযোগ খোয়াই জেলায় গত অর্থবছরে জল জীবন মিশনে ৩৬ হাজার ৭৪৫ টি পরিবারকে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে । এই মিশনে জেলার কল্যাপুর ব্লকে ৬ হাজার ৭৯ টি পরিবারকে , খোয়াই ব্লকে ৭ হাজার ৯৪৬ টি পরিবারকে , মুঙ্গিয়াকামী ব্লকে ৩ হাজার ৩৪৯ টি পরিবারকে , পদ্মবিল ব্লকে ৬ হাজার ৫৯৭ টি পরিবারকে , তেলিয়ামুড়া ব্লকে ৭ হাজার ২০০ টি পরিবারকে ও তুলাশিখর ব্লকে ৫ হাজার ৫৭৪ টি পরিবারকে পাইপ লাইনের মাধ্যমে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে । পানীয় জল ও স্বাস্থ্য বিধান কার্যালয়ের নির্বাহী বাস্তুকার গোপী মজুমদার এই সংবাদ জানান ।



