নেশা কারবারীদের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় অভিযান চালানোর জন্য কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে এক সভা অনুষ্ঠিত হয় । শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাসের উপস্থিতিতে সভায় উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস , ভাইস চেয়ারপার্সন পবন পাল , মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য , এসডিপিও গমনজয় রিয়াং সহ কুমারঘাটের বিভিন্ন ক্লাব , এনজিও’র প্রতিনিধি , পুলিশ ও স্বাস্থ্যকর্মীগণ । সভায় শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন , রাজ্যে বর্তমান সরকার আসার পর আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিলো কিভাবে নেশা থেকে যুব সমাজকে রক্ষা করা যায় । নেশা কারবারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে যদি অভিযান চালানো যায় তবে সাফল্য আসতে বাধ্য । এক্ষেত্রে পুলিশকে আরও বেশি তৎপর হতে তিনি পরামর্শ দেন । তিনি বলেন , কোন কোন জায়গায় নেশা কারবারীরা নেশা সামগ্রী বিক্রি করে তা চিহ্নিত করতে হবে । এজন্য তিনি এনজিও এবং ক্লাবগুলিরও সহযোগিতা চেয়েছেন । মন্ত্রী শ্রীদাস বলেন , নেশা কারবারীরা এখন স্কুলের ছাত্রদের টার্গেট করেছে । যা অত্যন্ত ভয়ঙ্কর । সুষ্ঠু সমাজ গঠন করতে ও নতুন প্রজন্মকে রক্ষা করতে খুব শীঘ্রই বড় ধরণের অভিযান চালিয়ে নেশা কারবারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেও তিনি প্রশাসনকে নির্দেশ দেন । সভায় এছাড়া বক্তব্য রাখেন পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস , এসডিপিও গমনজয় রিয়াং , মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য , মহকুমা স্বাস্থ্য আধিকারিক হবেন্দ্র রিয়াং প্রমুখ । ও সভায় সিদ্ধান্ত হয় মহকুমার বিভিন্ন এনজিও , ক্লাবের প্রতিনিধিদের নিয়ে নেশার বিরুদ্ধে অভিযান চালাতে একটি কমিটি গঠন করা হবে । মহকুমার উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে নেশার বিরুদ্ধে প্রথম পর্যায়ে সচেতনতামূলক আলোচনাচক্র সংগঠিত করা হবে । পর্যায়ক্রমে এই কর্মসূচিতে মাধ্যমিক স্তরের স্কুলগুলিকেও যুক্ত করা হবে । ক্লাবগুলিতেও সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে নিয়ে অনুরূপ সভা করা হবে ।



