Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যব্যাপক সাড়া জাগিয়ে কল্যাণপুরে অনুষ্ঠিত হল এক দিবসীয় স্বাস্থ্য মেলা

ব্যাপক সাড়া জাগিয়ে কল্যাণপুরে অনুষ্ঠিত হল এক দিবসীয় স্বাস্থ্য মেলা

এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর নতুন মোটর স্ট্যান্ড এর মাঠে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য মেলা। মঙ্গলবার সকালে এই মেলার প্রদীপ জ্বেলে সূচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। কল্যাণপুর ব্লকের চেয়ারপারসন সৌমেন গোপ কে সভাপতি করে বক্তব্য রাখেন ডক্টর বিক্রম দেববর্মা, কল্যাণপুর ব্লকের এডিশনাল ভিডিও দিলীপ দেবনাথ এবং বিধায়ক। মঞ্চে ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাপতি হরি শংকর পাল, কল্যাণপুর ব্লকের বিএসি চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, কল্যাণপুর হাসপাতালে ইনচার্জ ডক্টর সন্দীপ চক্রবর্তী, আতমা কমিটির চেয়ারপারসন জীবন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সুস্থ ত্রিপুরা সুস্থ ভারত এই স্লোগানকে পাথেয় করে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে প্রতিটি ব্লকে ব্লকে চলছে এমন স্বাস্থ্য মেলা। রাজ্যের অন্তীম ব্যক্তি পর্যন্ত স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন স্বাস্থ্য মেলার আয়োজন। এদিন প্রখর রোদ তাপ উপেক্ষা করেই মানুষ এসেছেন স্বাস্থ্য পরিসেবা গ্রহণ করতে। কল্যাণপুরের শিবিরে বিভিন্ন জায়গা থেকে মোট ছয় জন চিকিৎসক স্বাস্থ্যপরিসেবা দেন বিনামূল্যে। ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর দুর্লভ দেববর্মা এবং ইএনটি স্পেশালিস্ট ডক্টর সুমন বিশ্বাস সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন নতুন করে আয়ুষ্মান কার্ড করা হয়। বিভিন্ন রক্ত পরীক্ষা করা হয়। সুগার টেস্ট করা হয়। ব্লাড প্রেসার চেকআপ করা হয়। ভিড় ছিল চোখ কান গলা এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পাশে। বিনামূল্যে পরিবার পরিকল্পনার পরামর্শ প্রদান করা হয়। আরও বিভিন্ন বিষয় ছিল এই মেলাতে। শেষে হয় ছোটদের মধ্যে কুইজ প্রতিযোগিতা। বিধায়ক তার ভাষণে বলেন, এক অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। যাতে করে মানুষ পাবে স্বাস্থ্যপরিসেবা এবং উপকৃত হবেন। এদিন এই মেলাতে ১১ টি সেক্টরে স্বাস্থ্যপরিসেবা দেয়া হয়। তিনি বলেন ড্রাগসের মারণব্যাধির হাত থেকে বাঁচাতে সমাজের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে। হাতের কাছে এমন স্বাস্থ্যপরিসেবা পেয়ে বেশ খুশি জনসাধারণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য