Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যদিন দুপুরে এক উপজাতি যুবকের কাছ থেকে ছিনতাই ৬ লক্ষ টাকা, ঘটনা...

দিন দুপুরে এক উপজাতি যুবকের কাছ থেকে ছিনতাই ৬ লক্ষ টাকা, ঘটনা তেলিয়ামুড়া গ্রামীণ ব্যাঙ্কের শাখার অনতিদূরে

জানা যায় উত্তর মহারানীপুর এলাকার বাসিন্দা প্রকাশ দেববর্মা তার নিজ মামী অর্থাৎ গীতা রানী দেববর্মার সেভিংস একাউন্ট থেকে টাকা তোলার জন্য তেলিয়ামুড়া স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক তেলিয়ামুড়া শাখায় আসে। সোমবার সকাল ১০:২৪ মিনিট নাগাদ। প্রকাশ তার মামীর সেভিংস একাউন্ট থেকে ৬ লক্ষ টাকা তুলেন গ্রামীন ব্যাঙ্ক থেকে। ওই সময় এক অপরিচিত যুবক প্রকাশ দেববর্মার উপর নজর রাখছিল। পরে প্রকাশ দেববর্মা ৬ লক্ষ টাকা ভর্তি ব্যাগটি TR01AE -1710 নম্বরের বলেরু পিকআপ গাড়িতে এনে রাখে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।অভিযোগ, ওই সময়ই অপরিচিত এক যুবক প্রকাশ দেববর্মার উপর কিছু একটা স্প্রে করে। পরবর্তী সময়ে প্রকাশ পুরাতন টি.আর.টি.সি এলাকার পার্শ্ববর্তী এক হার্ড ওয়ার্সের দোকান থেকে লোহার রড, সিমেন্ট ক্রয় করে। ফের ওই অপরিচিত যুবকটি দ্বিতীয়বার প্রকাশের উপর স্প্রে করে। এতে প্রকাশ দেববর্মার সমগ্র শরীর চুলকাতে শুরু করে। তৎক্ষণাৎ প্রকাশ নিজ গাড়ির মধ্যে টাকা ভর্তি ব্যাগটি রেখে জলের বোতল নিয়ে হাত মুখ পরিষ্কার করার জন্য ব্যাস্ত হয়ে পরে। এই ফাঁকেই অপরিচিত যুবকটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়। তড়িঘড়ি তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মন থানার পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ প্রকাশ যে হার্ড ওয়ার্সের দোকান থেকে রড, সিমেন্ট ক্রয় করেছিল সেই দোকানের কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করে এবং সি.সি.টি.ভি ফুটেজ সংগ্রহ করে। পরবর্তী সময় তেলিয়ামুড়া থানার ওসি ছুটে যান ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের তেলিয়ামুড়া শাখায়। সেখানেও ব্যাঙ্কের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। কিন্তু তেলিয়ামুড়া থানার পুলিশ ওই ছিনতাইবাজকে পাকড়াও করতে ব্যার্থ। এরপরই তেলিয়ামুড়া থানার পুলিশ থানা মুখী হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য