তিন দিনব্যাপী আয়োজিত শ্রী শ্রী সোনাতম গোস্বামী আশ্রম কুড়িপুকুর মিলনমেলা -2022 সমাপ্ত হয়েছে । সমাপ্তি অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সমবায়মন্ত্রী রামপ্রসাদ পাল কুড়িপুকুর এলাকার প্রধান নাগরিকদের উত্তরীয় ও ফুল দিয়ে সম্বর্ধনা জানান । অনুষ্ঠানে সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন , বাংলা নতুন বছরের সূচনা হয়েছে । নতুন বছরের প্রথম দিনেই কুড়িপুকুর মেলার উদ্বোধন হয় । মেলা মানেই মিলন ক্ষেত্র । মেলা মৈত্রীর বার্তা ছড়িয়ে দিয়ে উন্নয়নকে সুদৃঢ় করে । তিনি বলেন , নতুন বছরে রাজ্যের উন্নয়নে সবাই একসাথে এগিয়ে আসবেন , এটাই হবে আমাদের সকলের নববর্ষের অঙ্গীকার । সমবায়মন্ত্রী বলেন , কুড়িপুকুর মিলন মেলা খুব প্রাচীন মেলা । আগে এই মেলা শুধু একদিনের জন্য আয়োজিত হত । নতুন সরকার আসার পর এই মেলা এখন তিনদিনের জন্য আয়োজিত হচ্ছে । অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন সুভেন্দু বিকাশ ভৌমিক । উপস্থিত ছিলেন ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় দাস । সভাপতিত্ব করেন বাঘমারা পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ রায় । সদর মহকুমা প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুড়িপুকুর মেলা উপলক্ষ্যে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।