Friday, October 17, 2025
বাড়িখবররাজ্যতিন দিনব্যাপী কুড়িপুকুর মিলন মেলা সমাপ্তি তে সমবায়মন্ত্রী বলেন মেলা মৈত্রীর বার্তা...

তিন দিনব্যাপী কুড়িপুকুর মিলন মেলা সমাপ্তি তে সমবায়মন্ত্রী বলেন মেলা মৈত্রীর বার্তা ছড়িয়ে দিয়ে উন্নয়নকে সুদৃঢ় করে

তিন দিনব্যাপী আয়োজিত শ্রী শ্রী সোনাতম গোস্বামী আশ্রম কুড়িপুকুর মিলনমেলা -2022 সমাপ্ত হয়েছে । সমাপ্তি অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সমবায়মন্ত্রী রামপ্রসাদ পাল কুড়িপুকুর এলাকার প্রধান নাগরিকদের উত্তরীয় ও ফুল দিয়ে সম্বর্ধনা জানান । অনুষ্ঠানে সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন , বাংলা নতুন বছরের সূচনা হয়েছে । নতুন বছরের প্রথম দিনেই কুড়িপুকুর মেলার উদ্বোধন হয় । মেলা মানেই মিলন ক্ষেত্র । মেলা মৈত্রীর বার্তা ছড়িয়ে দিয়ে উন্নয়নকে সুদৃঢ় করে । তিনি বলেন , নতুন বছরে রাজ্যের উন্নয়নে সবাই একসাথে এগিয়ে আসবেন , এটাই হবে আমাদের সকলের নববর্ষের অঙ্গীকার । সমবায়মন্ত্রী বলেন , কুড়িপুকুর মিলন মেলা খুব প্রাচীন মেলা । আগে এই মেলা শুধু একদিনের জন্য আয়োজিত হত । নতুন সরকার আসার পর এই মেলা এখন তিনদিনের জন্য আয়োজিত হচ্ছে । অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন সুভেন্দু বিকাশ ভৌমিক । উপস্থিত ছিলেন ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় দাস । সভাপতিত্ব করেন বাঘমারা পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ রায় । সদর মহকুমা প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুড়িপুকুর মেলা উপলক্ষ্যে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য