Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যভারত - বাংলাদেশ পর্যটন উৎসব আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা

ভারত – বাংলাদেশ পর্যটন উৎসব আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা

ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে আজ আগরতলায় ভারত – বাংলা পর্যটন উৎসব -2022 উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় । আগরতলা টাউনহলস্থিত ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিমগ লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে সকালে পতাকা নেড়ে এই শোভাযাত্রার সূচনা করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের আঞ্চলিক অধিকর্তা শঙ্খশুভ্র দেববর্মা , ত্রিপুরা পর্যটন দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা এম নজরুল ইসলাম লেনিন । শোভাযাত্রায় বাংলাদেশ ট্যুর কনসালটেন্ট সোসাইটির সভাপতি লোকমান হাসান ফরহাদ , সাধারণ সম্পাদক রত্না আতিকুর , বাংলাদেশ ইন্টারনেশন্যাল ট্যুরিজম কনফেডারেশনের সাধারণ সম্পাদক ড . এ আর খান , বাংলাদেশ ইনবডিও ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ , ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরের সহ সভাপতি মি . রবি ঘোষ সেন , পশ্চিমবঙ্গ ও উত্তর – পূর্বাঞ্চল রাজ্যের বিভিন্ন ট্যুর অপারেটরগণ , ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউট , ত্রিপুরা স্টেট একাডেমি অব ট্রাইবেল কালচার , আগরতলা সাইক্লোহোলিক ফাউন্ডেশনের প্রতিনিধিগণ , যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের প্রতিনিধিগণ সহ শিল্পী , সাহিত্যিক , সাংবাদিক , বুদ্ধিজীবী , হোটেল মালিক , স্বাধীনতা সংগ্রামী অংশ নেন । চিরাচরিত পোশাকে , ট্যাবলু ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে উজ্জ্বয়ন্ত প্রাসাদের মূল ফটকের কাছে এসে সমাপ্ত হয় । শোভাযাত্রা শুরুর আগে বাংলাদেশ ইন্টারনেশন্যাল ট্যুরিজম কনফারেশনের সভাপতি তথা বাংলাদেশের মুক্তিযোদ্ধা এম নজরুল ইসলাম লেনিন ত্রিপুরা সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য