Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যসুন্দর এবং সনাতন ধর্ম রক্ষার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ তেলিয়ামুড়া পৌর পরিষদের...

সুন্দর এবং সনাতন ধর্ম রক্ষার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলরের

স্বচ্ছ ভাবমূর্তি এর ফের প্রমাণ পাওয়া গেল তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলর এবং যুবকদের মধ্য থেকে। শনিবার দুপুরে তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলর অচিন্ত্য ভট্টাচার্যের নেতৃত্বে তেলিয়ামুড়া এলাকার যুবকদের নিয়ে তেলিয়ামুড়া শহরকে সুন্দর এবং সনাতন ধর্মকে রক্ষা এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। প্রতিমা নিরঞ্জন ঘাট থাকলেও একাংশ মানুষেরা প্রতিমা বিসর্জন ঘাটে না নিয়ে রাস্তার পাশে, কোন গাছের নিচে কিংবা বিভিন্ন নোংরা আবর্জনা পাশে প্রতিমা নিরঞ্জন করে রাখা হয়। এগুলি দেখে তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলর অচিন্ত্য ভট্টাচার্য্য এবং তেলিয়ামুড়া স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন যুবকরা মিলে এক যৌথ অভিযান নামে। যে সকল এলাকাগুলিতে প্রতিমা নিরঞ্জন করার পর রাখা হয়েছে সেই সকল এলাকাগুলির প্রতিমা একত্রিত করে গাড়ির মাধ্যমে জয়নগর স্থিত খোয়াই নদীর পাশে অন্নপূর্ণা ঘাটে নিয়ে নিরঞ্জন করা হয়। এ ব্যাপারে বলতে গিয়ে পৌর পরিষদের কাউন্সিলর অচিন্ত্য ভট্টাচার্য্য জানান,,,, তিনি আহ্বান রাখেন গোটা রাজ্যের যুব সমাজের নিকট, যে সকল এলাকাগুলিতে এই ধরনের ঘটনার বাস্তব চিত্র রয়েছে সকলে হাতে হাত রেখে যেন প্রতিমা গুলি -কে যথার্থ স্থানে নিয়ে রাখে। আগামী দিনেও তাদের এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য