তেলিয়ামুড়া করইলং স্থিত চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা তেলিয়ামুড়া টাউনহলে শনিবার রাতের অন্ধকারে চোরের দল দরজা কেটে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে। নিশিকুটুম্ব রাতের অন্ধকারে ২৩ টি এ.সি মেশিনের মূল্যবান তার-পাইপ সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী প্রায় দু-লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। রবিবার সকালে টাউনহলের কর্তব্যরত নাইট গার্ড পরিমল ঋষি দাস ঘটনা প্রত্যক্ষ করতে পারে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকারকে। চুরির খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা সহ পৌর পরিষদের আধিকারিক -রা এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। এবিষয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতার রূপক সরকার বলেন, তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে অতিদ্রুত এই দুঃসাহসিক চুরির ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এবং এবিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি চুরির অভিযোগও লিপিবদ্ধ করা হয়। তৎসঙ্গে টাউন হলে কর্তব্যরত নাইট গার্ডের কর্তব্যে গাফিলতি রয়েছে বলে তিনি জানান। কারণ, চুরির ঘটনা সংঘটিত হওয়ার রাতেও টাউনহলের রাত্রি কালীন নিরাপত্তার দায়িত্বে ছিলেন টাউন হলে কর্তব্যরত নাইট গার্ড পরিমল ঋষি দাস। প্রাথমিক অবস্থায় অনুমান করা হচ্ছে হয়তো মারন নেশা ড্রাগসের করাল গ্রাসে নিমজ্জিত কোন ব্যক্তি এই চুরির ঘটনা সংঘটিত করেছে এবং তিনি সমস্ত তেলিয়ামুড়া বাসীর উদ্দেশ্যে সতর্ক থাকার জন্য আবেদন রাখেন। তিনি আরো জানান, বিগত দিনেও তেলিয়ামুড়া স্থিত বড়মুড়া লজের বিভিন্ন মূল্যবান আনুষঙ্গিক জিনিসপত্র চোরের দল চুরি করে নিয়ে যায়। তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকায় কিছুদিন বাদে-বাদেই চুরির ঘটনা ঘটে চলেছে। ফলে তেলিয়ামুড়া শহরের রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।।



