Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য১৯ এপ্রিল আমতলিতে অগ্নি নির্বাপক ও বিপর্যয় মোকাবিলা মহড়া

১৯ এপ্রিল আমতলিতে অগ্নি নির্বাপক ও বিপর্যয় মোকাবিলা মহড়া

অগ্নি নির্বাপক সপ্তাহ -২০২২ উদযাপন উপলক্ষে অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর , রাজস্ব দপ্তর , ডুকলি পঞ্চায়েত সমিতি , পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন , ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ সহযোগিতায় ১৯ এপ্রিল আমতলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অগ্নি নির্বাপক ও বিপর্যয় মোকাবিলার উপর এক মহড়ার আয়োজন করা হবে । বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী , শিক্ষক শিক্ষিকা , কর্মচারীবৃন্দ , সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক , আপদা মিত্র , স্বেচ্ছাসেবক , বিভিন্ন সংস্থার কর্মী এবং বিভিন্ন সংগঠনের সদস্য সদস্যাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । রাজ্যের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল ঐদিন বেলা ১১ টায় এই অনুষ্ঠানের সূচনা করবেন । বিশেষত আগুন ও ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপর্যয় থেকে বাঁচার ও বাঁচানোর উপায় সম্বন্ধে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে । প্রথমে অগ্নি নির্বাপক দপ্তর আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিগুলি প্রদর্শন করবে এবং দপ্তরের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলি প্রদর্শন করবে । তারপর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ভূমিকম্প থেকে বাঁচার বিভিন্ন পদ্ধতিগুলি প্রদর্শন করবে । বিপর্যয়ের সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে রাজ্য সরকারের কাছে হ্যাম রেডিও রয়েছে । রাজ্যের হ্যাম রেডিও ক্লাব এই যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে মানুষকে অবগত করাবে । এই একদিবসীয় অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর সকলের কাছে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য