Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যতিন দিনব্যাপী কুড়িপুকুর মিলন মেলা শুরু

তিন দিনব্যাপী কুড়িপুকুর মিলন মেলা শুরু

আমতলীস্থিত শ্রী শ্রী সনাতন গোস্বামী আশ্রমকে কেন্দ্র করে গতকাল বাংলা নববর্ষের প্রথম দিন থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী কুড়িপুকুর মিলন মেলা । তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং সদর মহকুমা প্রশাসনের সহায়তায় এই মেলার আয়োজন করা হয় । এদিন মেলার উদ্বোধন করে ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস বলেন , জনশ্রুতি অনুযায়ী ৬৫ বছর পূর্বে এই আশ্রমকে কেন্দ্র করে চড়ক পূজা উপলক্ষে মেলা শুরু হয়েছিল । বর্তমানে মেলার কলেবর ও জনসমাগম আগের তুলনায় অনেকগুণ বৃদ্ধি পেয়েছে । তাই স্থানীয় বিধায়ক তথা রাজ্য সরকারের সমবায় মন্ত্রীর প্রচেষ্টায় এই মেলাকে তিনদিন করার উদ্যোগ নেওয়া হয়েছে । তিনি বলেন , এই ধরণের গ্রামীণ মেলাগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশেষভাবে উপকৃত হয়ে আত্মনির্ভরতার সুযোগ খুঁজে পান । তাই রাজ্য সরকার প্রথম থেকে গ্রামীণ মেলাগুলির গুরুত্ব বৃদ্ধি করার উপর বিশেষ জোর দিয়ে আসছে । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন , মেলার মাধ্যমে সকল জাতি , ধর্মের মানুষের মিলন ঘটে এবং ভ্রাতৃত্ববোধ দৃঢ় হয় । এছাড়াও বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন , সদর মহকুমা শাসক অসীম সাহা , বিশিষ্ট সমাজসেবী তপন কুমার রায় , মান্তু দেবনাথ । এছাড়াও উপস্থিত ছিলেন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন দাস ( রায় ) , বাঘমারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা দাস ( দেবনাথ ) , ডুকলি পঞ্চায়েত সমিতির সদস্যা রীতা দে ( রক্ষিত ) প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য