Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যউত্তর ত্রিপুরা জেলাভিত্তিক তপশিলী জাতি ও জনজাতি সম্প্রদায়ের উপর নৃশংসতা প্রতিরোধে সেমিনার

উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক তপশিলী জাতি ও জনজাতি সম্প্রদায়ের উপর নৃশংসতা প্রতিরোধে সেমিনার

তপশিলী জাতি ও জনজাতি সম্প্রদায়ের উপর নৃশংসতা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক একদিনের আলোচনাচক্র সম্প্রতি পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় । প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বিনয় ভূষণ দাস । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলার এস সি কমিটির চেয়ারম্যান পরিমল দাস , পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস , পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস । স্বাগত বক্তব্য রাখেন জেলা কল্যাণ আধিকারিক হেমন্ত দেববর্মা । অনুষ্ঠানে উদ্বোধক সহ অন্যান্য অতিথিগণ তপশিলী জাতি ও জনজাতির উপর নৃশংসতা রোধ বিষয়ে বিভিন্ন দিকগুলি নিয়ে বক্তব্য রাখেন । এই উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্যুইজ প্রতিযোগিতা । অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি কালেক্টর নুরুজ্জামান ইসলাম ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য