Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যমাসলি এমসিএইচ ক্লিনিকে মা ও শিশুদের টিকাকরণ কর্মসূচি

মাসলি এমসিএইচ ক্লিনিকে মা ও শিশুদের টিকাকরণ কর্মসূচি

লংতরাইভ্যালী মহকুমার মাসলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন মাসলি এমসিএইচ ক্লিনিকের উদ্যোগে গত ১৩ এপ্রিল মা ও শিশুদের টিকাকরণ করা হয় । উক্ত কর্মসূচিতে মোট ১৭ জন মা ও শিশুকে রোগ প্রতিরোধক টিকা প্রদান করা হয় । এই টিকাকরণে স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের পাশাপাশি শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর গুরুত্ব , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেক আপ করানো , মায়েদের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো , শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , ডায়ারিয়া , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের এমপিএস সঞ্জয় কুমার দাস , এমপিডব্লিও হিমু দেবনাথ ও আশাকর্মী মায়ারাণী দাস উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য