বাংলা নতুন বছর ১৪২৯ কে স্বাগত জানাতে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক বর্ষবরণ অনুষ্ঠান আগামী ১৫ এপ্রিল বিলোনীয়া যোগমায়া কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে । তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং যোগমায়া কালীবাড়ি কমিটির সহযোগিতায় এই বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এদিন সন্ধ্যা ৬ টায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিলোনীয়া পুর পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপ চক্রবর্তী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি বিশ্বনাথ দাস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নম :। সভাপতিত্ব করবেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ । অনুষ্ঠানে থাকবে আলোচনা , আবৃত্তি , একক ও দলগত নৃত্য ও সঙ্গীত । এছাড়াও থাকবে স্বাস্থ্য বিষয়ক উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা ।