Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যআমাদের নিজেদের সংস্কৃতিকে সন্মান জানানো উচিত কেননা - মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মা

আমাদের নিজেদের সংস্কৃতিকে সন্মান জানানো উচিত কেননা – মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মা

বৃহস্পতিবার রাজ্য ভিত্তিক বুইসু উৎসব পালন করা হয় ধলাই জেলায়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব এিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা, তিপ্রামথার চেয়ারম্যান মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মাসহ আরো অন্যানরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে তিপ্রামথার চেয়ারম্যান মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন বুইসু উৎসবের সময় আমাদের নিজেদের সমাজের ব্যাপারে ভাবতে হবে , কেননা বুইসু, সংক্রান্ত কিংবা বৈশাখীতে নতুন বছরের আগমনকে কেন্দ্র করে আমরা নানা অনুষ্ঠানে মেতে উঠি , এগুলি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রচলন যা আমরা পালন করে আসছি। সুতরাং আমাদের নিজেদের সমাজ এবং সংস্কৃতিকে সন্মান জানানো উচিত কেননা নাহলে তাতে আমাদেরই ক্ষতি বলে জানান। তাছাড়া এদিন তিনি, আজকে আমাদের মধ্যে রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা ,আইপিএফটি বিধায়ক ও অন্যান্যরা রয়েছেন আমরা ভিন্ন দল থেকে আসলেও আজ একই অনুষ্ঠানে একটি মঞ্চে আমরা তীপ্রাসা হয়ে উপস্থিত হয়েছি শুধুমাত্র রাজ্যের উপজাতি অংশের মানুষদের কল্যাণ এবং উন্নয়নের কথা চিন্তা করে , আগামীদিনেও যদি আমরা এক হয়ে একই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি তাহলে রাজ্যের উপজাতি অংশের মানুষদের ব্যাপক উনন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজাতি অংশের মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য