Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যতৃতীয় রাজ্যভিত্তিক বিউ পরব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ছোট ছোট জনগোষ্ঠীর মিলন স্থল...

তৃতীয় রাজ্যভিত্তিক বিউ পরব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ছোট ছোট জনগোষ্ঠীর মিলন স্থল আমাদের পার্বত্য রাজ্য ত্রিপুরা

বর্তমান সরকার ২০১৮ সাল থেকে এই রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে অগ্রাধিকার দিয়ে কাজ করছে । ত্রিপুরায় ছোট ছোট জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতিকে সম্মান করে এই সরকার । বিগত সরকারের আমলে রাজ্যের জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে গুরুত্ব দেওয়া হয়নি । আজ কাঞ্চনপুরের রবীন্দ্রনগর মাঠে আয়োজিত তিনদিনব্যাপী তৃতীয় রাজ্যভিত্তিক বিউ পরবের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । উল্লেখ্য , বড়ুয়া জনগোষ্ঠীর উৎসব হলো এই বিউ পরব । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , বিভিন্ন ছোট ছোট জনগোষ্ঠীর মিলনস্থল আমাদের রাজ্য ত্রিপুরা । একটা সময় ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির কৃষ্টি ও সংস্কৃতিকে আলাদা করে দেখা হতো । কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির কৃষ্টি ও সংস্কৃতিকে সারা দেশের সামনে তুলে ধরেছেন । মুখ্যমন্ত্রী বলেন , ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠনের পর থেকে উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারতের অন্যান্য রাজ্যের ন্যায় সমদৃষ্টিতে উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে । মুখ্যমন্ত্রী বলেন , ত্রিপুরা আজ নতুন দিশায় কাজ করছে । শিক্ষা , স্বাস্থ্য , সর্বক্ষেত্রেই ব্যতিক্রমী হয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা । ত্রিপুরা বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয়েছে । চালু হয়েছে এনসিইআরটির সিলেবাস । ত্রিপুরার জিবি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হচ্ছে , নিউরোসার্জারি হচ্ছে , হাঁটু রিপ্লেসমেন্ট সার্জারি হচ্ছে । কৃষকদের আয় বেড়েছে ত্রিপুরায় । মহিলা স্বশক্তিকরণে মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করা হয়েছে । ত্রিপুরার কাঁঠাল , আনারস , লেবু বহির্দেশে রপ্তানি করা হচ্ছে । সামাজিক ভাতা ২ হাজার টাকা করার জন্য চলতি অর্থবর্ষের বাজেটে সংস্থান রাখা হয়েছে । বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক ভাতা আগামী দুর্গাপূজার সময়ে ২ হাজার টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে । অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন , কেন্দ্র ও রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশের মূলমন্ত্র নিয়ে কাজ করছে । জাতি জনজাতি সব অংশের মানুষের জীবনমান উন্নত করার জন্য কাজ করছে বর্তমান সরকার । অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রেমকুমার রিয়াং , এমডিসি শৈলেন্দ্র নাথ , এমডিসি স্বপ্না রাণী দাস , উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিউ পরব উদযাপন কমিটির সভাপতি প্রাক্তন এমডিসি সুনীল বড়ুয়া । স্বাগত বক্তব্য রাখেন বিউ পরব উদযাপন কমিটির সম্পাদক সুজিত বড়ুয়া । তিনদিনব্যাপী মেলায় সব্জি প্রদর্শনী ও বড়ুয়া জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি বিষয়ক প্রদর্শনী স্টল খোলা হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য