Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য৪৮ তম রাজ্যভিত্তিক বিঝু মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রি বলেন রাজ্যে জনজাতিদের কৃষ্টি...

৪৮ তম রাজ্যভিত্তিক বিঝু মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রি বলেন রাজ্যে জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে প্রয়াস নেওয়া হয়েছে

আগেও রাজ্যে মেলা হতো বর্তমানেও হচ্ছে । কিন্তু তারমধ্যে তফাৎ রয়েছে । আগের তুলনায় বর্তমানে সরকারি সহায়তা বৃদ্ধি পেয়েছে । রাজ্যে জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে প্রয়াস নেওয়া হয়েছে । আজ কাঞ্চনপুরের দোপাতাছড়ায় ৪৮ তম রাজ্যভিত্তিক বিঝু মেলার উদ্বোধন করে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । বিঝু মেলা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে তিনদিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , বিঝু মেলায় আগে সরকারি অনুদান ১ লক্ষ টাকা ছিল । কিন্তু বর্তমান সরকার এই সরকারি অনুদান বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে । বিভিন্ন ক্ষেত্রে সরকারি সুবিধা বাড়ানো হয়েছে । বর্তমান সরকার আছে বলেই বিভিন্ন ক্ষেত্রে সরকারি সুবিধা বেড়েছে । মুখ্যমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৪ সাল থেকে দেশব্যাপী বিকাশমুখী সরকারের উন্নয়নমূলক কাজ চলছে । ত্রিপুরায়ও এই বিকাশমুখী সরকারের নেতৃত্বে উন্নয়নমূলক কাজ চলছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন শিক্ষানীতি চালু হয়েছে । দীর্ঘদিন পর দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোনায় সুযোগ এসেছে । এতে রয়েছে ভোকেশনাল কোর্স যে কোর্স করে লেখাপড়ার সাথে সাথে রোজগারের সুযোগ তৈরি হবে । এই নতুন শিক্ষানীতিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে । বর্তমান সরকার নতুন দিশায় কাজ করছে । মহিলা স্বশক্তিকরণ থেকে শুরু করে কৃষকদের আয় বাড়ানো সর্বক্ষেত্রেই বর্তমান সরকার কাজ করছে । মুখ্যমন্ত্রী বলেন , ত্রিপুরাতে দীর্ঘদিন একটা সরকার ছিল । ঐ সময়ে রাজ্যে পূজার্চনায় বিরোধ করা হতো । ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতিকে ভেঙ্গে ফেলার প্রচেষ্টা ছিল । ত্রিপুরায় কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস ছিল না ঐ সময়ে । মুখ্যমন্ত্রী বলেন , আজকের এই মেলা এই জনসমাগম হতো না যদি করোনার প্রভাব থেকে ত্রিপুরা মুক্ত না হতো । তিনি বলেন , এই কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । করোনার টিকাকরণ থেকে শুরু করে দেশের করোনা পরিস্থিতি দক্ষ হাতে মোকাবিলা করেছেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন , বর্তমান সরকার গঠন হওয়ার পর রাজ্যে রেশনশপের মাধ্যমে চিনি , মসুর ডাল , চা পাতা , তৈল ইত্যাদি সামগ্রী ভর্তুকিমূল্যে দেওয়া হচ্ছে । আগে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি তুলে দেওয়ার পর রেশনে চিনি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল । কিন্তু বর্তমান সরকার ভর্তুকি দিয়ে পুনরায় রেশনে বিভিন্ন সামগ্রী সরবরাহ করছে । অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে বলেন , বর্তমান সরকার রাজ্যের জাতি জনজাতি সব অংশের মানুষের উন্নয়নে কাজ করছে । অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক প্রেম কুমার রিয়াং । অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নাগেশ কুমার বি , পুলিশ সুপার কিরণ কুমার কে প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক শম্ভুলাল চাকমা । সভাপতিত্ব করেন বিঝু মেলা ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি দেবযান চাকমা । মেলায় বিভিন্ন দপ্তর ও স্বসহায়ক দলের উদ্যোগে প্রদর্শনী স্টল খোলা হয়েছে । মেলায় তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে যাতে রাজ্য , বহিরাজ্য ও দেশের বাইরের শিল্পীগণ অংশ নেবেন । মেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য