Friday, January 23, 2026
বাড়িখবররাজ্যনেতাজীর ১৩০তম জন্মদিন উপলক্ষে নেতাজী স্কুলে নানা কর্মসূচি, আগরতলা শহর পরিক্রমা করে...

নেতাজীর ১৩০তম জন্মদিন উপলক্ষে নেতাজী স্কুলে নানা কর্মসূচি, আগরতলা শহর পরিক্রমা করে শোভাযাত্রা সমাপ্ত

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিন উপলক্ষে নেতাজী স্কুলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে স্কুল প্রাঙ্গণ ও আগরতলা শহরজুড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচির অংশ হিসেবে নেতাজী স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। শোভাযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে শেষ পর্যন্ত নেতাজী স্কুল প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে নেতাজীর আদর্শ, সাহস ও দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মানিক সাহা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ২০নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত। অতিথিরা তাঁদের বক্তব্যে নেতাজী সুভাষচন্দ্র বসুর বীরত্ব, আত্মত্যাগ ও আপসহীন দেশপ্রেমের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বর্তমান প্রজন্মের কাছে নেতাজীর আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে আরও বেশি করে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।

এছাড়াও অনুষ্ঠানে নেতাজী স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমগ্র কর্মসূচির মাধ্যমে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর দেখানো পথে চলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য