Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যআমরা বাঙালি দলের নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক ঘোষণা

আমরা বাঙালি দলের নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক ঘোষণা

আমরা বাঙালী দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের সদস্যপদ গ্রহণ করার জন্য অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যাতে সরাসরি সদস্যপদ নেওয়া যায় তার জন্য দলের পক্ষ থেকে একটি ওয়েব সাইট খোলা হয়েছে। আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির Online Platform চালু করার জন্য দীর্ঘদিন ধরে বাঙালী অংশের লোকদের থেকে দাবি উঠেছিল। সাধারণ মানুষের দাবীকে মান্যতা দিতেই ওয়েব সাইট খোলা হয়েছে।

https://amrabangali.org.in এই web site টি হচ্ছে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির Online Platform যেখান থেকে সরাসরি ত্রিপুরা রাজ্যের সুধী নাগরিকেরা আমরা বাঙালী দলের সঙ্গে সরাসরি online form fill up করে প্রাথমিক সদস্যপদ/ primary membership নিতে পারবেন এবং সংঘটনের অন্যান্য সবাই প্রাথমিক সদস্যপদ নিতে পারবেন এবং যারা সক্রিয় কর্মী তারাও অনলাইনে ফর্ম পূরণ করে সক্রিয়সদস্যপদ নিতে পারবেন। Primary membership = ২০ টাকা, Active membership= ৫০ টাকা। এছাড়াও আমাদের সংঘটনের নিয়মিত গুরুত্বপূর্ণ খবর আপডেট থাকবে এবং এই প্ল্যাটফর্মে আমরা বাঙালী দলের আন্দোলনের পটভূমিকা, আমরা বাঙালীর manifesto, উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য এইসব বিষয় তুলে ধরা হয়েছে। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে থাকছে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির Facebook page এবং আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির YouTube channel এর লিঙ্ক যেখানে ক্লিক করে আপনারা আমাদের কর্মসূচী সম্পর্কে জানতে পারবেন। সেই সঙ্গে থাকছে feedback মেসেজের সুবিধা যেখানে আমরা বাঙালী দলের আন্দোলন এবং গতিধারা ইত্যাদি সম্পর্কে যে কেউ আমাদেরকে জানাতে পারবেন। যেহেতু বর্তমান digital world এর যুগ আমরা বাঙালী সরাসরি ডিজিটাল করার প্রক্রিয়াকরণের জন্যে যথেষ্ট সক্রিয় ভূমিকা রাখতে চাইছি। আমরা বাঙালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর QR Scanner দেওয়া আছে এবং Scanner এর সহযোগিতায় অনলাইন সদস্যপদের জন্য amount ২০ টাকা এবং সক্রিয় সদস্যপদ গ্রহণের জন্য ৫০ টাকা পেমেন্ট করে আমাদের আমরা বাঙালী দলের সদস্যপদ নিয়ে আন্দোলনে যোগ দিতে পারবেন।

তাছাড়া আমরা বাঙালী দলের ত্রিপুরা রাজ্য কমিটির Online Platform টিকে আরোও সুন্দর ভাবে তুলে ধরতে পারব আপনাদের সহযোগিতায়। আপনাদের এই নিয়ে কোন বক্তব্য থাকলে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করবো সকলের মতামতকে স্বাগতম জানাতে। সর্বোপরি আমরা বাঙালী দলের আন্দোলনে যুক্ত হবার জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম তথা web site টি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে সহযোগীতা করবে এবং সবাইকে জাতির অস্তিত্ব অধিকার রক্ষার জন্য আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আহ্বান জানাচ্ছি। ফর্ম পূরণ করার সময় অবশ্যই মোবাইল নম্বরে দেবেন এবং অবশ্যই scanner দিয়ে পেমেন্ট করার transaction ID এর ফটো/ screen shot ছবি maximum 2 mb এর মধ্যে হতে হবে সেটি যেন photo upload option এ দেওয়া হয়। এই transaction ID দেখেই সদস্যকরণ প্রক্রিয়া approve করা হবে এবং confirmation message  sms – এর মাধ্যমে আপনার দেওয়া mobile No এ পাঠিয়ে দেওয়া হবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য